দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন খাত বাংলাদেশ রেলওয়ে বর্তমানে মামলার জটের কারণে মারাত্মক ক্ষতির মুখে। বিশেষ করে রেলওয়ের পূর্বাঞ্চল, যেখানে বিপুলসংখ্যক মামলার ধীরগতি নিষ্পত্তি কার্যক্রমকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে। রেলওয়ের ভূমি, ক্যাটারিং, পার্কিং স্পেস থেকে শুরু করে নিয়োগ-সংক্রান্ত নানা বিষয়ে দায়ের হওয়া মামলার দীর্ঘসূত্রতা শুধু প্রশাসনিক কার্যক্রমই নয়, যাত্রীসেবাও ব্যাহত করছে। বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে পূর্বাঞ্চলের আইন শাখা প্রায় এক হাজার ৪৫০টি মামলা পরিচালনা করছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত। বিশ্লেষণ করলে দেখা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রয়েছে ৬৫টি, হাইকোর্ট বিভাগে ৫৪০টি, জজকোর্টে ৭৭০টি এবং প্রশাসনিক ট্রাইব্যুনালে ৭৫টি মামলা। প্রতিমাসে নতুন করে গড়ে ৮-১০টি মামলা দায়ের হলেও নিষ্পত্তি হয় মাত্র ১-২টি। ফলে বছরের পর বছর মামলাগুলো ঝুলে থাকছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে ১২ হাজার বর্গফুট জায়গা যাত্রীদের...