বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রত্যাশিত তৃতীয় টার্মিনাল চালুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কারণ সরকার একটি অপারেটর চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য অপারেটরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে। প্রস্তুতির জন্য অপারেটরের কয়েক মাস সময় লাগবে। তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনা চুক্তির জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে কি না এমন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহণ পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, তাদের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। আলোচনা এখনো শেষ হয়নি। উপদেষ্টা বলেন, তৃতীয় টার্মিনালটিকে একটি যুগান্তকারী অবকাঠামো প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি...