গাজীপুর মহানগরের একটি ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ এলাকার একটি গুদামে এ আগুন লাগে। এত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, গুদামটির অবস্থান নজরদীঘি এলাকায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসসহ আশপাশের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম জানান,...