নতুন আইন যেন ব্যবসার বিকাশে কোনো ‘বাধা’ তৈরি না করে, তা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার। বৃহষ্পতিবার ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের এ সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “এফআইসিসিআই সদস্যরা সবাই চান ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকুক। “তবে নতুন আইন যেন ব্যবসার বিকাশে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে, সেটিও নিশ্চিত করতে হবে।” ব্যবসায়ীরা আইন বাস্তবায়ন ও সংশোধনী বিষয়ে তাদের মতামত তুলে ধরেন বলে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফআইসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে। সভায় প্রধান অতিথি প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান বলেন, “প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যেই প্রতিযোগিতা আইন প্রণয়ন করেছে এবং প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। “আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ‘সিন্ডিকেট ও কার্টেল’ কার্যক্রম বন্ধ হবে,...