ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত উচ্চ পর্যায়ের প্রাতঃরাশ গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে উপদেষ্টা এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন— বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ডা. তাসনিম জারা। বৈঠকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাণিজ্য সুবিধা, বিদেশি বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণে ব্যবসায়ী নেতা ও নীতিনির্ধারকরা একত্রিত হন।...