ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে অঙ্গীকার করেছেন, ‘তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না।’ দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা (তথাকথিত ‘স্ন্যাপব্যাক’) পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই৩ নামে পরিচিত তিনটি ইউরোপীয় শক্তি) ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ৩০ দিনের প্রক্রিয়া শুরু করেছিল, যার সময়সীমা ২৭ সেপ্টেম্বরের কাছাকাছি পৌঁছেছে। ই৩ অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (যৌথ ব্যাপক কর্ম পরিকল্পনা) মেনে চলতে ব্যর্থ হয়েছে। ই৩ জানিয়েছে, ইরান যদি জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরুদ্ধার করে, ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ দূর করে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল ছয় মাস পর্যন্ত বিলম্বিত করতে পারে। জাতিসংঘে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর ফরাসি...