মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর নবম পর্বে অতিথি হয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে ড. মিথিলা খোলামেলা আড্ডায় বলেছেন, তাকে ঘিরে চলা সমালোচনা তিনি কিভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও পরিষ্কার করেছেন নিজের অবস্থান। সবচেয়ে আলোচিত অংশে তিনি জানিয়েছেন, প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’ এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কখনো প্রকাশ্যে জানাননি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। মিথিলার এই পর্বটি প্রচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা...