২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম জাতিসংঘের সদর দফতর হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ একদিকে নিউইয়র্কে ইরানি কূটনীতিকদের উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিরা অবাধে চলাফেরা করছে। জাতিসংঘের ৮০তম অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে ইরানি কূটনৈতিক মিশন মার্কিন সরকারের পক্ষ থেকে অস্বাভাবিক ও নজিরবিহীন বিধিনিষেধের সম্মুখীন হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়ম ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং মার্কিন নীতি নির্ধারকদের চরম বৈরিতা ও উগ্রপন্থার লক্ষণ। সবচেয়ে অদ্ভুত পদক্ষেপগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য হলো- মার্কিন পররাষ্ট্র দপ্তর এই শর্ত আরোপ করেছে, ইরানি কূটনীতিকদের সাধারণ কেনাকাটা এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের জন্যেও পূর্বানুমতি নিতে হবে। ইরান এবং সারা বিশ্বের বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে "লজ্জাজনক" বলে অভিহিত করেছেন এবং এটিকে তেহরানের প্রতি ওয়াশিংটনের সবচেয়ে অযৌক্তিক আচরণের...