২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম সিলেটের রাজপথ উত্তাল ছিল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সারা দুপুর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত সাড়ে ৩ থেকে ৪ হাজার রিকশা শ্রমিকের পদভারে তোলপাড় ঘটে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে শুরু করে সচেতন মহল পর্যন্ত। অনেকের মত, এমন ঘটনার পূর্ব তথ্য সরকারের এজেন্সিগুলোর আমলে নেওয়া জরুরি ছিল। কারণ আওয়ামী লীগের পলাতক অনেক প্রভাবশালী নেতার এ ইস্যুতে ইন্ধন এড়িয়ে যাওয়ার কথা না। গত ২২ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে মহানগর পুলিশের বিশেষ অভিযান। অভিযানে এ পর্যন্ত আড়াই শতাধিক যানবাহন আটকসহ মামলা হয়েছে ৮০টি। এই অভিযানের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে তারা বিক্ষোভ কর্মসূচির জন্য জড়ো হচ্ছিলেন নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে। অভিযান শুরুর দিন থেকেই চরম অসন্তোষে ব্যাটারিচালিত রিকশা...