২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু হলেও তার আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবারই শেষ ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ থাকায় কার্যত ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটি শুরু হবে। টানা ৯ দিনের ছুটি শেষে ৭ অক্টোবর থেকে আবার ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা ১২ দিনের ছুটি পাচ্ছে এসব...