সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নগর ভবনে তুলে নিয়ে গিয়ে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।সংবাদ প্রকাশের জেরে গত ২১ সেপ্টেম্বর সাংবাদিক বাদলকে নগরভবনে তুলে নিয়ে যাওয়া হয়। এনায়েত রকি নামে একজনের নেতৃত্বে তাকে তুলে নিয়ে মারধর এবং প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।এ ঘটনার প্রতিবাদে নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। কর্মসূচি শেষে ফেরার সময় আবারও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ‘মব’ সৃষ্টি করে হামলা চালায় এবং সাংবাদিকদের হেনস্তা করে।‘হেই...