নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় “আকিজ গ্রুপ ক্ষুদ্র ঋণ কর্মসূচি” নামে একটি সংস্থা গ্রাহকদের ঋণ দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) ঋণ নিতে আসা গ্রাহকরা অফিসে গিয়ে দেখেন, কর্মকর্তারা আসবাবপত্রসহ পুরো অফিস গুটিয়ে পালিয়েছে। আকিজ গ্রুপের নামে এখানে কোনো এনজিও নেই, জানান উপজেলা সমাজসেবা এবং উপজেলা সমবায় কর্মকর্তা এ ঘটনায় অনেক গ্রাহক কান্নায় ভেঙে পড়েন এবং অভিযুক্তদের বিচার দাবি করেন। জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রাহক সংগ্রহ করে সংস্থাটি ঋণ দেয়ার নামে ১০ শতাংশ করে জামানত নিত। কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার হিসেবে গ্রাহকদের কাছে আমিনুল ইসলাম জাতীয় পরিচয়পত্র দেখিয়ে আবেদন নিত। এমন প্রতারণার শিকার হয়েছেন শতাধিক মানুষ। বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের খান সাহেবের বাড়ির তৃতীয় তলায় ভাড়া নেওয়া রুমে তারা অফিস চালাত।...