ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তা নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সব বিষয়ে বিস্তারিত উত্তর প্রদান করবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার লিখিত জবাব প্রদান করা হয়েছে। বাকি অভিযোগ ও...