নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক কেন একটি রাজনৈতিক দলকে দেওয়া হবে না—সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে রাজি নয় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, আর কমিশন কারও প্রভাবে চলে না। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে নির্বাচনের আগে সমঝোতা হবে বলে কমিশনের আশা। তিনি আরও যোগ করেন, রাজনীতিবিদদের মধ্যে নিয়ম ভাঙার মানসিকতা নেই, তাই পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়ে ইতিবাচক পরিস্থিতি বিদ্যমান। কমিশন ভোটের পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি জানান, নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার কাজ শুরু হয়েছিল গত মাসেই।...