গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ রাজু নামের এক ব্যক্তির মালিকানাধীন ঝুট আগুন ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোনাবাড়ীর আমবাগ নজর দীঘি উচ্চ বিদ্যালয়ের পাশে ঝুটের গুদামে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে।শুক্রবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়তিনি আরও বলেন, আগুন লাগার খবরে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ...