কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অক্ষত অবস্থায় তিনজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। ২৩ সেপ্টেম্বর টেকনাফের বড়ইতলী এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, পাচারকারীরা মিয়ানমার ও থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে বেশ কিছু যুবককে পাহাড়ের ভেতর আটকে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একজন পাচারকারীকে আটক করা হয়। পরে তার দেখানো মতে পাহাড়ের পাদদেশে লুকিয়ে থাকা তিন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো. সাদেক। তিনি...