ফসল কাটার মৌসুমে পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে বাংলাদেশের গ্রামগুলোতে কোল্ড স্টোরেজ স্থাপনে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শোফের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। ফলমূল ও শাকসবজির প্রধান উৎপাদক হিসেবে বাংলাদেশের উত্থানের কথা তুলে ধরে প্রফেসর ইউনূস বলেন, ‘ফসল কাটার সময় যখন স্থানীয় বাজারগুলো তাজা পণ্যে ভরপুর থাকে, তখন লাখ লাখ ক্ষুদ্র কৃষক প্রায়ই ক্ষতির সম্মুখীন হন। গ্রামাঞ্চলে স্বল্পমেয়াদী হিমঘরের সুবিধার অভাবে কৃষকরা তাদের ফসল সংরক্ষণ করতে পারেন না।’ তিনি বলেন, ‘নেদারল্যান্ডস কৃষিতে বিশ্বের শীর্ষস্থানীয়। আমাদের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য আমাদের ডাচ প্রযুক্তি প্রয়োজন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনি আমাদের কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করার জন্য গবেষক এবং বিজ্ঞানীদের পাঠানোর...