জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের সাহস থাকলে এনসিপিকে শাপলা প্রতীক দিত। কিন্তু আইনি কোনো বাধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে পড়ে কমিশন সে সিদ্ধান্ত নিতে পারছে না। বৃহস্পতিবার মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, এটি নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা ও অক্ষমতার প্রমাণ।এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনগণের আস্থা হারিয়েছে। ভবিষ্যতে এই দুই দলকে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়, বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করে সারজিস আলম বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের সঙ্গে নিয়ে বিদেশ সফরে যাওয়া সরকারের জন্য লজ্জার বিষয়। প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরকালে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারাও সরকারের...