অন্তর্বর্তী সরকারের দাওয়াতে সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি নেতাদের ওপর জেএফকে বিমানবন্দরে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্বরোচিত হামলা তীব্রভাবে নিন্দনীয় এবং গভীর উদ্বেগজনক। এতে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারি মেহমানদের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা প্রদানে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাও একইসঙ্গে অমার্জনীয়। বুধবার বিকালে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি) কার্যালয়ে আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত প্রকাশ করেন। দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পথনকশা ঘোষণার পর সফল জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বর্তমানে নাজুক হয়ে পড়েছে। বড় দলগুলো একে অপরকে পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাতের অভিযোগ করছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী আওয়ামী...