বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, কোনো দলের ‘অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না।’ দেশের বর্তমান অবস্থা ও কিছু রাজনৈতিক দলের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ এই মন্তব্য করেন। সব আইন মেনে রাষ্ট্র পরিচালনায় ইচ্ছুক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দলের ‘অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক যেকোন রকমের আবদার’ মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বর্তমান সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার— যা প্রধান উপদেষ্টাও বহুবার বলেছেন। এই ধারাবাহিকতা রক্ষা করেই ভবিষ্যতে রাষ্ট্রকে আইনানুগভাবে আইনের শাসনের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মুখের কথার চেয়ে বাস্তবে এর প্রতিফলন দেখানোর ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে...