তার প্রাণহীন দেহখানি পাওয়া গিয়েছিল ২০ বছর আগে। এতদিন ছিলেন অজ্ঞাত।অবশেষে তার পরিচয় মিলেছে। রাশিয়ান। ৩১ বছর বয়স হয়েছিল তার। নাম লুদমিলা জাভাদা।বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) তার পরিচয় শনাক্ত হয়েছে আন্তর্জাতিকএক পুলিশ কর্মসূচির বদৌলতে। ওই কর্মসূচির নাম অপারেশন আইডেন্টিফাই মি। রহস্যজনকভাবে বা অনুদঘাটিত কারণে নিহত নারীদের পরিচয় উদঘাটনের লক্ষ্য নিয়ে ২০২৩ সালে শুরু হয় ওই কর্মসূচি। এই নিয়ে অজ্ঞাত তালিকার তৃতীয় নারীর পরিচয় শনাক্ত হলো এই প্রয়াসের মাধ্যমে। এই কর্মসূচির প্রধান ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল ভালদে উরকিজা বলেন, লুদমিলার পরিচয় শনাক্ত হওয়ার পর নিখোঁজ নারীদের পরিবার, স্বজন ও বন্ধুদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করবে। এবং তা তদন্তকারীদেরও নতুন পথের সন্ধান যোগাবে। তিনি বলেন, ২০ বছর পর অজ্ঞাত ওই নারী একটি নাম ফিরে পেল। লুদমিলার মরদেহ উদ্ধার হয়েছিল ২০০৫ সালের জুলাই...