সংগীতজীবনে ২৫ বছর পূর্তির পূর্বমুহূর্তে সংগীতশিল্পী তাহসান খান আর কখনো গান করবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিদেশের মাটিতে মঞ্চে দাঁড়িয়ে শেষ গান করার বার্তা জানিয়ে দেন তার ভক্ত-অনুরাগীদের। তিনি কখনো গান গাওয়া থেকে শুরু করে, গান লেখা, সুর করা, অভিনয় করা—এমনকি কোনো কনসার্টেও করবেন না বলে জানিয়েছেন। সবকিছু থেকেই দূরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাহসান খান। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলবোর্নের কনসার্ট মঞ্চে ভক্তদের সামনে এ ঘোষণা দেন তিনি। যদিও এ সংগীতশিল্পী অভিনয় থেকে অনেক আগেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন তিনি। তাহসানের গান থেকে সরে দাঁড়ানোর সেই ঘোষণার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্ত ও অনুরাগীরা নানা ব্যাখ্যা এবং সমালোচনায় মেতেছেন। বিশেষত করে এ সংগীতশিল্পীকে কটাক্ষ করে প্রশ্ন ছুড়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা...