ফরিদপুরে সদর উপজেলায় কুমার নদে গোসলে নেমে পানিতে তলিয়ে যাওয়া দুই ভাইকে উদ্ধার করেতে নেমে তাদের দাদিও নিখোঁজ হন। পরে এক নাতি ও দাদির লাশ উদ্ধার করা হলেও অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চর গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী। নিহত মালা বেগম (৬৮) চর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী। দুই নাতির মধ্যে একজন তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং অপরজন সারফুদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)। এর মধ্যে সোয়াদ নিখোঁজ রয়েছে। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বারি চৌধুরী বলেন, বেলা ৩টার দিকে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নামে সোয়াদ...