নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াসিন হত্যা মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন সন্ধ্যায় রশিদকে আদালতে প্রেরণ করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়া, হামলা করা ও হত্যাসহ ৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় জামিনে রয়েছেন, ১টি হত্যা মামলায় জামিন নেননি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছর (২০২৪ সালের) ২১ অক্টোবর আব্দুর রশিদকে র্যাব-১১ ও র্যাব-৭ এর যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদারহাট বাইপাস মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তখন র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার...