শাপলা প্রতীক না পাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘নির্বাচন কমিশন আইনগতভাবে কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারছে না কেন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। আমরা মনে করি, কমিশন ব্যক্তি, গোষ্ঠী, দল বা প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভিতু হয়ে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল ৫টায় একই ভেন্যুতে এনসিপির হবিগঞ্জ জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সারজিস আলম আরও বলেন, ‘আমরা আশা করি, নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে এবং এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেবে। সেই প্রতীক নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো।’ তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা চলছে। পাশাপাশি...