'বি' লিগ নামে দেশে পেশাদার ফুটবল শুরু হয়েছিল ২০০৭ সালে। কাজী মো. সালাউদ্দিন সভাপতির দায়িত্ব নেওয়ার পর ২০০৯-১০ মৌসুমে পেশাদার লিগের নামকরণ করা হয় ‘বাংলাদেশ লিগ’। বাফুফে থেকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল ‘বি’ লিগ বললে অনেকে দ্বিতীয় স্তরের লিগ বোঝে। দুই আসর পর নাম আবার পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তৃতীয়বারের মতো নাম পরিবর্তন হয়েছে পেশাদার লিগের (টায়ার-১) নাম। নতুন নাম করা হয়েছে ‘বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।’ নতুন নামে এ লিগ শুরু হচ্ছে শুক্রবার। পেশাদার লিগের এটি সতেরতম আসর। আগের ১৬ বারে সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন আবাহনী, পাঁচবার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, তিনবার চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং একবার করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মেহোমেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। করোনার কারণে ২০১৯-২০ আসরটি বাতিল করা হয়েছিল মাঝপথে।...