জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার ও পরে দেশে ফেরা ১০ জনের বিষয়ে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্তি মহাপরিদর্শক মো. রেজাউল করিম বলেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, তাঁরা ও রকম ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারার কূটনৈতিক পাড়ায় এটিইউর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত এটিইউ প্রধান রেজাউল করিম এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রত্যেককে আমরা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছি। সবাই শ্রমিকশ্রেণির মানুষ। জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি, তারা কেউ ওই রকমভাবে জড়িত ছিল না। তারা মনে করেছিল, দুস্থ ও অসহায় মানুষজনকে সহযোগিতা করতে হবে। সেই জন্য মালয়েশিয়ার সরকারও তাদের ক্লিয়ার করে দিয়েছে। তবে এর পেছনে কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলমান।’ প্রশ্নের জবাবে এটিইউ প্রধান রেজাউল করিম বলেন, ‘বর্তমানে দেশে জঙ্গিবাদ নেই।...