এলাকাবাসীর সূত্রে জানা যায়, নাসিরনগর সদরের দাঁতমন্ডল গ্রামের মহিদ আলীর ছেলে সুজন মিয়া ও লাফিল উদ্দিনের ছেলে শাকিলের মধ্যে ঢাকা ব্যাগ কারখানায় বাকবিতণ্ডা হয়। এর জেরে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রামে সালিস বসে। সালিস চলাকালে দুই পক্ষের তর্কাতর্কি এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। এতে আমির আলী (৪০) গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ঘরবাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সরেজমিনে দেখা গেছে, গ্রামের রাস্তায় ছড়িয়ে রয়েছে ভাঙা কাচ ও আসবাবপত্র। স্থানীয়দের অভিযোগ, নিহত আমির আলীর স্বজনদের নেতৃত্বে দফায় দফায় অন্তত ১০টি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। দাঁতমন্ডল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে সুলতানা আক্তার অভিযোগ করেন, “আমির আলী নিহত...