২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম বগুড়ার ধুনট উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসায় আয়োজিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা করা হয় মাওলানা আলহাজ কে. এম. সুলতান মাহমুদকে। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল বাকী ও মাওলানা ওমর ফারুক। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি খোরশেদ আলম এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাওলানা শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি হাবিবুল্লাহ মাসুম এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান সুমন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মাওলানা আরিফুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ শাফী, প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান এবং সহ-প্রচার...