গতকাল বুধবার বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। তবে ফিল্ডিং নিয়ে দলের চিন্তা এখনও কমেনি। এই ম্যাচে পাঁচটি ক্যাচ ফেলেছেন ভারতের ফিল্ডাররা! সব মিলিয়ে, গোটা প্রতিযোগিতায় তারা ১২টি ক্যাচ ফেলেছেন। তার মধ্যে ৯টি ফেলেছেন গত দু’টি ম্যাচে। স্বাভাবিকভাবেই, ফিল্ডিং কোচ টি-দিলীপের ওপরে চাপ বাড়ছে। ভারতের বোলার বরুণ চক্রবর্তী জানিয়েছেন, দুবাই স্টেডিয়ামের আলোর জন্যই ক্যাচ নিতে সমস্যা হচ্ছে। গতকাল বুধবার বরুণের বলে একাধিক ক্যাচ পড়ে। তিনি ম্যাচের পর বলেন, ‘এইপর্যায়ে খেলতে নামলে অজুহাত দেয়ার কোনো জায়গা নেই। যে সুযোগগুলো আসছে নিঃসন্দেহে সেই ক্যাচগুলো ধরতে হবে। আমরা ফাইনাল খেলা এবং ট্রফি জেতার জন্য মাঠে নামছি। জিততে গেলে ক্যাচ তো নিতেই হবে।’ অন্যান্য মাঠে ফ্লাডলাইটের জন্য স্তম্ভ থাকলেও, দুবাইয়ে স্টেডিয়ামের ছাদের সঙ্গে লাগানো রয়েছে বাতি। এই কারণে স্টেডিয়ামের আলোকে ‘রিং অফ ফায়ার’ও...