এশিয়া কাপ শুরুর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট দুটি রেকর্ডের মালিকই ছিলেন সাকিব আল হাসান। কোনোটিই এখন আর তার দখলে নেই। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড হাতছাড়া হয় বাঁহাতি অলরাউন্ডারের। আর ভারতের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও হারালেন তিনি। গতকাল বুধবার দুবাইতে সাকিবকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে বাঁহাতি পেসার ৩৩ রান খরচায় নেন ১ উইকেট। এতে ১১৮ ম্যাচের ১১৭ ইনিংসে বল করে তার উইকেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০টি। অন্যদিকে, ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে হাত ঘোরানো সাকিবের উইকেট ১৪৯টি। এর আগে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নিয়ে তার পাশে বসেছিলেন মোস্তাফিজ। সেদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বর্তমান অধিনায়ক...