জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, লাঙ্গল প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি। কারণ, এই প্রতীকের মালিক প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি (নিবন্ধন নল-১২)। এরই মাঝে এই প্রতীক নিয়ে জাতীয় পার্টি আটটি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবারও আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এককভাবে তিনশ আসনে কিংবা জোটভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছি। কাজী মামুন বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের কোটি কোটি ভোটার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। কারণ তারা বিশ্বাস করেন পল্লীবন্ধু এরশাদ-পত্নী বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিই একটি শোষণমুক্ত সমাজ উপহার দেয়ার পাশাপাশি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার পাশাপাশি আটষট্টি হাজার গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন...