বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রালে হাজারো অতিথির উপস্থিতিতে এ স্মরণসভা হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সভার শুরুতে প্রার্থনা পর্বে স্যামসন এইচ চৌধুরীর জীবনকে উৎসর্গ করে খ্রিষ্টিয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ পর্বে পবিত্র বাইবেল পাঠ এবং স্যামসন এইচ চৌধুরীর পরিবারের জন্য বিশেষ প্রার্থনা উৎসর্গ করা হয়। ধর্মীয় বাক্য প্রচারের মাধ্যমে নিজের স্নেহাশীষ জানান কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির স্মৃতিচারণ করে বলেন, “জীবনের পড়ন্ত বেলায়ও তিনি যতটা জীবনশক্তিতে ভরপুর ছিলেন, যতটা কর্মতৎপর ছিলেন, তা অনুকরণীয়। তার নেতৃত্বেই আমরা ওষুধ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।” ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “তার অনুপ্রেরণায়, তার গাইডেন্সে আমরা টিআইবিতে কাজ করতাম। তিনি সবসময় বলতেন, আমাদের কাজে চ্যালেঞ্জ আসবে। কিন্তু হাল...