২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন আল্লাহর মসজিদ কসবা এলাকায় অবস্থিত গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রধানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের এক সহকারী প্রশিক্ষকের বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থীদের কু-প্রস্তাব দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, টিটিসির এক স্যার তার নিজস্ব দোকান থেকে ছবি বা প্রয়োজনীয় ডকুমেন্ট প্রিন্ট না করালে তা নানা অজুহাতে গ্রহণ করেন না, বরং সেগুলো ছিঁড়ে ফেলা হয়। গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ২২ বছর বয়সী টিটিসির ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আবদুল রাজ্জাক অভিযোগ করে বলেন, শিল্প কারখানা পরিদর্শনের জন্য প্রতিটি বিভাগে ৭ হাজার টাকা সরকারি অনুদান আসে। সেই অর্থ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিদর্শনে নিয়ে যাওয়ার কথা থাকলেও তা না করে টিটিসির প্রধান অধ্যক্ষ...