২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম বাংলাদেশের অন্যতম অগ্রণী রিসোর্ট ব্র্যান্ড ছুটি রিসোর্ট এর আয়োজনে রাজধানীর অদূরে পূর্বাচল সেন্টারে অনুষ্ঠিত হলো চতুর্থ আর্ট কার্নিভাল। টানা দুই দিনব্যাপী এই শিল্প উৎসব শিশু, তরুণ ও প্রখ্যাত শিল্পীদের এক অনন্য সৃজনশীল পরিবেশে যুক্ত করেছে। কার্নিভালের এই আসরে অংশ নেন ১৬ জন খ্যাতিমান শিল্পী—ড. মোহাম্মদ শামীম রেজা, রুমানা রোব্বানি, এম. মুনতাকিম শাওন, মো. মোস্তাফিজুর রহমান মৃদুল, সৈয়দ মোহাম্মদ জাকির, গোলাম ফারুক সরকার, কামরুন নাহার, ফাহমিদা খাতুন, সুমনা আক্তার, অনিন্দিতা দত্ত, নেলয় আই.এইচ., সুমনা হক, রাজ্জাক প্রধন লিটন ,মো. হারুন আর রশিদ টুটুল , সালিনা ফেরদৌস এবং খন্দকার নাসির আহম্মেদ। দুই দিনে শিল্পীরা তৈরি করেন ৬০ টিরও বেশি অসাধারণ চিত্রকর্ম—অ্যাক্রিলিক অন ক্যানভাস ও জলরঙের মাধ্যমের কাজ যেখানে ফুটে ওঠে...