মঙ্গল যাত্রার স্টারশিপ রকেটের শেষ ধাপের পরীক্ষা সম্পন্ন করে এখন পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রস্তুত মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স। সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত স্পেসএক্সের স্টারবেইস উৎক্ষেপণ কেন্দ্রের লঞ্চ প্যাডে রকেটের ওপরের অংশ আটকে রেখে এর ছয়টি র্যাপ্টর ইঞ্জিনে আগুন জ্বালিয়ে পরীক্ষা চালিয়েছে কোম্পানিটি। Starship completes a full-duration static fire ahead of the eleventh flight testpic.twitter.com/lPXP9gQRAU রকেটটি আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে উৎক্ষেপিত হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেটের ১১তম ফ্লাইট পরীক্ষা হবে এটি, যা স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক ২০২৯ সালে মঙ্গলে মানুষ পাঠানোর জন্য ব্যবহার করতে চান বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে, কেবল মঙ্গলে যাওয়ার জন্য নয়, বরং চাঁদের পৃষ্ঠে মানুষ ও মালামাল পাঠানোর...