গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (এইঝঝ) আয়োজিত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী ধানমন্ডির উইমেন্স ভলান্টারি এসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে পিপিডিআরআই প্রকল্পের আওতায় শিখণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। শিখণ কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তি, বিভিন্ন সংগঠন, উন্নয়নকর্মী, বিশেষজ্ঞ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেদা বানু, চেয়ারম্যান, জিবিএসএস। মাসুদা ফারুক রত্না, নির্বাহী পরিচালক, জিবিএসএস অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সেই সাথে জিবিএসএসের অভিজ্ঞতার প্রেক্ষিতে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকতর উন্নয়নের জন্য এ ধরনের প্রকল্প বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন এবং এক্ষেত্রে জিবিএসএস নিজস্ব কার্যক্রম সকলের সহযোগিতায় অভ্যাহত রাখতে বন্ধ পরিকর। প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জিবিএসএস এর হেড অব প্রোগ্রাম মেহেদী হাসান কিংশুক। জনাব মেহেদী কিংশুক এর...