স্বপ্নের ফাইনাল খেলার লড়াইয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ১৩৬ রানে থামিয়ে দিয়েছে জাকের আলীর দল। ফাইনালে উঠতে জয়ের জন্য এখন বাংলাদেশকে করতে হবে ১৩৬ রান। ম্যাচের শুরুতেই ভয়ংকর রূপ দেখান তাসকিন আহমেদ ও শেখ মেহেদি। প্রথম দুই ওভারেই তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। সেই চাপ কাটিয়ে উঠতে না পেরে অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই হারায় আরও তিন ব্যাটার। শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হারিস, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। হারিস করেন ২৩ বলে ৩১ রান, শাহিন ১৩ বলে ১৯ এবং নওয়াজ দ্রুতগতির ১৫ বলে ২৫ রান করেন। তবে তাতেও ৮ উইকেটে ১৩৫ রানের বেশি যেতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে...