এশিয়া কাপে অলিখিত সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। তার আগে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে লিড পায় বাংলাদেশ। এর এক মিনিট পরেই আবারও গোলের দেখা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত এক গোল করেন ফরোয়ার্ড অপু। ডান প্রান্তে অপু পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন। কোনাকুনি জোরালো শটে বল জাড়ে জড়ান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। বেশ কয়েকটি সুযোগ পেয়েও আর গোলের সংখ্যা বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। এক সপ্তাহ পর...