দ্রিজেন্দ্রলাল রায় বা ডি এল রায়ের ‘একবার গাল ভরা মা ডাকে’ গানে নতুন করে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সঞ্চিতা রাখি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে এটি।গানটির সংগীতায়োজন করেছেন চন্দন ঘোষ। আর চিত্রায়নে ছিলেন জাকির হোসেন রাজু। সঞ্চিতা রাখি জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পঞ্চকবির একজন হিসেবে ডি এল রায়ের জনপ্রিয় এই গানটি বেছে নেওয়া হয়েছে। কারণ হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দূর্গাকে মা বলে সম্বোধন করে থাকেন। গানটিতে সেই মায়ের বন্দনা করা হয়েছে। পূজার গান হিসেবে এটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ইউটিউবেও গানটি পাওয়া যাবে। সঞ্চিতা রাখি মূলত রবীন্দ্রসংগীত শিল্পী। তবে পঞ্চকবির গানের প্রতিও রয়েছে তার অনুরাগ। এ কারণে ডি এল রায়ের গানকে বেছে নেন পূজাকে সামনে রেখে সংগীত অনুরাগীদের জন্য তার নিবেদন হিসেবে। জি সিরিজ...