চট্টগ্রাম:উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, একটি দল নানা অজুহাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের সঙ্গে নাই দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।তবে তাদের সেই ষড়যন্ত্র কখনো সফল হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সবাইকে বুঝাতে হবে। ৩১ দফার মধ্যেই সব সমস্যার সমাধান রয়েছে। বিএনপিতে চাঁদাবাজের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সেটা পরিস্কার করে বলে দিয়েছেন। কেউ চাঁদাবাজি করলে আপনারা আইনের হাতে তুলে দিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয় চাঁদপুর গ্ৰামের করিমপুরে আয়োজিত এ বৈঠকে ৬নং ওয়ার্ড বিএনপি'র সাবেক...