তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাসকিন আহমেদ। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই নতুন ইতিহাস লিখলেন তাসকিন। ইনিংসের প্রথম ওভারেই ইনফর্ম ওপেনার সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তিনি। সেই উইকেটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন ১০০ উইকেটের মাইলফলক। ৮২তম ম্যাচ খেলে এই অর্জন করলেন তাসকিন। বাংলাদেশের হয়ে এর আগে একশ উইকেট ছুঁয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মোস্তাফিজ পৌঁছেছিলেন ৮১তম ম্যাচে, সাকিবের লেগেছিল ৮৪ ম্যাচ। ম্যাচ সংখ্যার বিচারে তাসকিন আছেন দ্বিতীয় স্থানে। তবে বলের হিসেবে তিনিই এখন সবার সেরা। মাত্র ১৭০১ বল করে শত উইকেটের দেখা পেয়েছেন তিনি। মোস্তাফিজের লেগেছিল ১৭৩৩ বল, আর সাকিবের দরকার হয়েছিল ১৮৪৯ বল। বাংলাদেশি বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে...