স্যামসন এইচ চৌধুরী শুধু একজন শিল্পোদ্যোক্তাই ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, একজন পথিকৃত। নীতি, নৈতিকতা, সততা এবং সাহসকে নিজের আদর্শ হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আঁকড়ে ধরে ছিলেন। একদিনের জন্যও আপস করেন নি। কোনো ধরণের নিয়ম বহির্ভুত উপায় অবলম্বন না করেই যে ব্যবসা খাতে এত বড় এক মহীরূহ হওয়া সম্ভব, এটি তাঁর জীবদ্দশায় এবং মৃত্যুর পরও তাঁর শিল্পগোষ্ঠী, স্কয়ার গ্রুপের নেয়া প্রতিটি পদক্ষেপের মাধ্যমেই তিনি প্রমাণ করে গেছেন। স্কয়ার গ্রুপের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মদিনে অনুষ্ঠিত স্মরণসভায় এভাবেই তাঁর স্মৃতিচারণা করেন পরিবারের সদস্যবর্গ, সহকর্মী, শুভানুধ্যায়ী, চার্চের ধর্মীয় নেতৃবৃন্দ-সহ দেশের বিশিষ্টজন, শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি, এবং স্কয়ার গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রালে সহস্রাধিক অতিথির...