ঢাকা:সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) নেদারল্যান্ডস রাজ্যের দূতাবাসের সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে “অন্তর্ভূক্তিমূলক রাজনীতি: নারী ও তরুণ নেতৃত্বের অভিযাত্রা” শীর্ষক গোলটেবিল সংলাপের আয়োজন করে। এ সংলাপে জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধি সদস্যরা অংশ নেন।তাঁরা বাংলাদেশের রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণে বিদ্যমান বাধা-বিপত্তি এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গড়ে তোলার সম্ভাব্য পথ বিষয়ে আলোচনা করেন। সংলাপটির সভাপতিত্ব করেন সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন; বিএনপি-এর আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী; বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক...