জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। স্থায়ী সদস্যরা হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র ২ বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়ার ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি উল্লেখ করে ইশিবা বলেন, ‘এবছর ৮০তম বার্ষিকী পালন করা জাতিসংঘ সঠিকভাবে কাজ করছে না।’ মধ্যপ্রাচ্য পরিস্থিতির উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাপান আদৌ স্বীকৃতি দেবে কিনা সেটা নয়, বরং ‘কখন’ তা করবে এখন সেটা হচ্ছে বিষয়।” একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং...