তিন দশকের অভিনয়জীবনের দীর্ঘযাত্রায় প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অ্যাটলি পরিচালিত 'জওয়ান' সিনেমায় সেরা অভিনেতার সম্মান জিতে নিয়েছেন তিনি। এ অর্জনে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। শুধু তাই নয়, পরিবারের সদস্যরাও আনন্দিত। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণের পর থেকেই ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন কিং খান। তবে সবচেয়ে মর্মস্পর্শী ছিল তার সন্তানদের প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ খোলা চিঠিতে আরিয়ান খান ও সুহানা তাদের বাবাকে অভিনন্দন জানিয়েছেন। তারা খোলা চিঠিতে লিখেছেন—বাবা, তোমাকে খুব ভালোবাসি। তারা আরও লিখেছেন— শাহরুখ সব সময়ই বলেন, তিনি কখনো রুপা জেতেননি, কেবল সোনা হারিয়েছেন; কিন্তু এ ক্ষেত্রে রুপাই আসল সোনা। এ সম্মান পেয়ে তারা অত্যন্ত আপ্লুত ও গর্বিত। শুধু এখানেই শেষ নয়; আরিয়ান ও সুহানার...