সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ সহযোগী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও ও কাওরানবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে। এমনকি ওই ঝটিকা মিছিলের একদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসি–ফ্রিজ শ্রমিকদের নিয়ে তিনি গোপন বৈঠকও করেন। এর আগেও আওয়ামী লীগের নানা কর্মসূচির আগে শ্রমিকদের অধিকার আদায়ের নামে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী আসাদুজ্জামানের নির্দেশে দেলোয়ার শ্রমিকদের ঢাকায় জড়ো করেছিলেন। যা একাধিক গণমাধ্যমে উঠে এসেছে। তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ সারাদিনে তেজগাঁও থানা পুলিশ দেলোয়ারসহ মোট ৮৮ জনকে আটক করেছে। দেলোয়ারের বিষয়ে মামলা ও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে আগে থেকেই। নিরাপদ সড়ক আন্দোলন...