বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেই চলেছেন ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। কয়েক দিন আগেই সালমান এবং তার পরিবারকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি। আবারও তোপ দাগলেন পরিচালক। অভিনব কাশ্যপ বলেন, সালমান খানের বাবা সেলিম খানকে বলিউডের সেরা চিত্রনাট্যকার বলা যায় না। তিনি প্রভাব খাটিয়ে বলিউডে জায়গা পেয়েছেন। অভিনবের এ ক্ষোভের পেছনে রয়েছে কিছু ব্যক্তিগত বিষয়। ‘দাবাং’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের সময় তার অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া অভিনবকে সম্প্রতি প্রথম সারির একটি চ্যানেলের সিরিজ পরিচালনার দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। সেই চ্যানেলের কর্ণধার সালমানের ঘনিষ্ঠ বলেই এমনটি হয়েছে বলে মনে করেন অভিনব কাশ্যপ। সালমান প্রসঙ্গে এ পরিচালক বলেন, সালমান খানও বাবার মতো প্রভাব খাটিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে আছেন। তাকে কখনো সুপারস্টার বলা যায় না। তিনি বলেন,...