ট্রাম্প প্রশাসন ভিসা ইস্যু না করায় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সশরীরে যোগ দিতে পারেননি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি স্বদেশ, নির্বাসন ও প্রবাসে থাকা ফিলিস্তিনিদের উদ্দেশে একটি বার্তা দিয়ে বলেছেন, স্বাধীনতার ভোর আসবেই। আমরা আমাদের স্বদেশ ছেড়ে যাব না। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ক্ষত যত গভীর হোক না কেন এবং এই দুর্ভোগ যত দীর্ঘস্থায়ী হোক না কেন, তা আমাদের বেঁচে থাকার এবং টিকে থাকার ইচ্ছাকে ভাঙতে পারবে না।’ মাহমুদ আব্বাস বলেন, ‘স্বাধীনতার ভোর আসবেই এবং ফিলিস্তিনের পতাকা আমাদের আকাশে মর্যাদা, দৃঢ়তা এবং দখলদারত্বের জোয়াল থেকে মুক্তির প্রতীক হিসেবে উঁচুতে উড়বে। ফিলিস্তিন আমাদের। জেরুজালেম আমাদের হৃদয়ের রত্ন এবং আমাদের চিরন্তন রাজধানী। আমরা আমাদের স্বদেশ ছেড়ে যাব না।’ মাহমুদ...