আন্তর্জাতিক সম্মেলনে ১০৯টি গবেষণাপত্রের মধ্যে সেরা দুইয়ের তালিকায় স্থান করে নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নুর আলম সিদ্দিক ও তার গবেষণা দলের উপস্থাপিত প্রবন্ধ অর্জন করেছে ‘সেকেন্ড বেস্ট পেপার অ্যাওয়ার্ড।’ গত ২০ ও ২১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত International Conference on Business & Technology in the 21st Century (ICBT-2025)-এ এই সাফল্য আসে। গবেষণা দলের অন্য সদস্যরা হলেন- ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫ - ১৬ সেশনের শিক্ষার্থী মো. এমরান হোসেন এবং মো. ফিরোজ মিয়া। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির Weiden Business School & Institute of Psychological & Behavioral Science। এতে মোট ১০৯টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে বেরোবি দলের গবেষণাপত্রটি গুণগত মানে বিশেষভাবে প্রশংসিত হয়।...